নয়াদিল্লি, ১৩ সেপ্টেম্বর : সাংহাই সহযোগিতা সংগঠন (এসসিও)-এর ২২ তম শিখর সম্মেলনে যোগ দিতে প্রধানমন্ত্রী চলতি মাসের ১৫ তারিখ, দু’দিনের সফরে উজবেকিস্তানের সমরকন্দ যাচ্ছেন। উজবেকিস্তানের রাষ্ট্রপতি শওকত মিরজিওইয়েভ-এর আমন্ত্রণেই প্রধানমন্ত্রীর এই সফর। এই সম্মেলনের সদস্য ও পর্যবেক্ষক দেশগুলির নেতৃবৃন্দ, এসসিও-র মহাসচিব, সংগঠনের আঞ্চলিক জঙ্গিদমন কর্মসূচীর কার্যনির্বাহী অধিকর্তা, তুর্কমেনিস্তানের রাষ্ট্রপতি এবং অন্যান্য আমন্ত্রিত অতিথিরা যোগ দেবেন।
এসসিও শীর্ষ সম্মেলনের ফাঁকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বেশ কয়েকটি দ্বিপাক্ষিক বৈঠকেরও সম্ভাবনা রয়েছে। উজবেকিস্তানে আয়োজিত এসসিও সম্মেলনের ফাঁকে চিনের প্রেসিডেন্ট শি জিনপিং ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গেও বৈঠকের সম্ভাবনা রয়েছে প্রধানমন্ত্রীর। দুই দেশের রাষ্ট্রনেতার সঙ্গে পৃথক পৃথকভাবে বৈঠক করতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।