Country 5 months ago

২৯-৩০ সেপ্টেম্বর গুজরাটে সফর প্রধানমন্ত্রীর, আহমেদাবাদ-সহ ৪ শহরে রয়েছে একাধিক কর্মসূচি

Narendra Modi

 

নয়াদিল্লি, ২৭ সেপ্টেম্বর : আগামী ২৯-৩০ সেপ্টেম্বর গুজরাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আহমেদাবাদ ও সুরাট-সহ গুজরাটের ৪ শহরের একাধিক কর্মসূচি রয়েছে প্রধানমন্ত্রীর। মঙ্গলবার প্রধানমন্ত্রীর দফতর থেকে জানানো হয়েছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ২৯-৩০ সেপ্টেম্বর গুজরাট সফর করবেন। সুরাট, ভাবনগর, আহমেদাবাদ এবং আম্বাজি জুড়ে প্রায় ২৯ হাজার কোটি টাকার বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন তিনি।

দু'দিনের এই সফরে গুজরাটের ভাবনগরে বিশ্বের প্রথম সিএনজি টার্মিনালের শিলান্যাস করবেন প্রধানমন্ত্রী। পাশাপাশি গুজরাটে প্রথমবারের মতো অনুষ্ঠিত ৩৬ তম জাতীয় গেমসের উদ্বোধন করবেন তিনি। এরপর সুরাটে হীরা ব্যবসার দ্রুত বৃদ্ধির পরিপূরক করার লক্ষ্যে ড্রিম সিটি- প্রকল্পের প্রথম পর্যায়ের সূচনা করবেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর দফতর থেকে আরও জানানো হয়েছে, নতুন ব্রডগেজ লাইনেরও শিলান্যাস করবেন প্রধানমন্ত্রী, যা তীর্থযাত্রীদের জন্য আম্বাজি ভ্রমণকে সহজতর করে তুলবে। তিনি আম্বাজি মন্দিরে দর্শন ও পূজার্চনা করবেন; গব্বর তীর্থে মহা আরতিতে যোগ দেবেন। প্রধানমন্ত্রী আহমেদাবাদে নবরাত্রি উদযাপনে অংশ নেবেন।


You might also like!