Country

7 months ago

Narendra Modi at Mangalore: ২ সেপ্টেম্বর ম্যাঙ্গালোরে সফর প্রধানমন্ত্রীর, দেশকে উৎসর্গ করবেন নানা উন্নয়নমূলক প্রকল্প

PM Narendra Modi to visist Mangalore

 

নয়াদিল্লি, ১ সেপ্টেম্বর : শুক্রবার, ২ সেপ্টেম্বর কর্ণাটকের ম্যাঙ্গালোরে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখানে বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প দেশকে উৎসর্গ করবেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ২ সেপ্টেম্বর ম্যাঙ্গালুরুর কুলুরের গোল্ডফিঞ্চ গ্রাউন্ড থেকে বেশ কয়েকটি উন্নয়ন প্রকল্প দেশকে উৎসর্গ করবেন। তিনি বার্থ নং ১৪-এর যান্ত্রিকীকরণ উৎসর্গ করবেন যা নিউ ম্যাঙ্গালুরু বন্দরে আগত কন্টেইনার এবং অন্যান্য কার্গো পরিচালনায় সহায়তা করবে।

এছাড়াও ম্যাঙ্গালুরু রিফাইনারি অ্যান্ড পেট্রোকেমিক্যালস লিমিটেডে ইন্টিগ্রেটেড লিকুইড পেট্রোলিয়াম গ্যাস এবং বাল্ক লিকুইড পেট্রোলিয়াম, তেল এবং লুব্রিকেন্ট সুবিধার ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী। স্টোরেজ ট্যাঙ্ক এবং ভোজ্য তেল শোধনাগার, বিটুমিন স্টোরেজ এবং সংশ্লিষ্ট সুবিধাগুলির জন্য ভিত্তি স্থাপন করবেন প্রধানমন্ত্রী। এছাড়াও আরও বেশ কিছু উন্নয়নমূলক প্রকল্প দেশকে উৎসর্গ করবেন প্রধানমন্ত্রী।


You might also like!