Country

6 months ago

Chirag Paswan:প্রধানমন্ত্রী মোদীর নেতৃত্বে তাঁর তৃতীয় মেয়াদ দেশকে নতুন উচ্চতায় নিয়ে যাবে : চিরাগ পাসোয়ান

Chirag Paswan
Chirag Paswan

 

পাটনা, ৪ জুন : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে তাঁর তৃতীয় মেয়াদ দেশকে নতুন উচ্চতায় নিয়ে যাবে। জোর দিয়ে বললেন লোক জনশক্তি পার্টি (এলজেপি)-র প্রধান চিরাগ পাসোয়ান। লোকসভা নির্বাচনে বিহারের হাজিপুর আসনের প্রার্থী হলেন চিরাগ পাসোয়ান। তিনি হাজিপুর আসনে বিপুল ভোটে এগিয়ে রয়েছেন।

জয় যখন একপ্রকার নিশ্চিত, এমন সময় হাজিপুরের বাসভবনে জয় উদযাপন করেন চিরাগ পাসোয়ান। চিরাগ এদিন বলেছেন, "আমি প্রধানমন্ত্রী মোদীকে অভিনন্দন জানাতে চাই, কারণ তাঁর নেতৃত্বে তৃতীয়বারের মতো এনডিএ সরকার গঠিত হতে চলেছে। প্রধানমন্ত্রী মোদীর নেতৃত্বে এই তৃতীয় মেয়াদ দেশকে নতুন উচ্চতায় নিয়ে যাবে, যা তিনি দেশকে প্রতিশ্রুতি দিয়েছেন।"


You might also like!