নয়াদিল্লি, ২৬ সেপ্টেম্বর : প্রাক্তন প্রধানমন্ত্রী ও প্রবীণ কংগ্রেস নেতা মনমোহন সিংকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সোমবার সকালে নিজের টুইটে প্রধানমন্ত্রী মোদী লেখেন, ‘প্রাক্তন প্রধানমন্ত্রী ডঃ মনমোহন সিংকে জন্মদিনের শুভেচ্ছা। তাঁর দীর্ঘায়ু ও সুস্থ জীবনের জন্য প্রার্থনা করছি।" দেশের বহু রাজনৈতিক ব্যক্তিত্বই এদিন প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন।
৯০-তম জন্মদিনে মনমোহন সিংকে শুভেচ্ছা জানিয়েছে কংগ্রেসও। কংগ্রেস নেতা রাহুল গান্ধী টুইট করে লিখেছেন, "ভারতের অন্যতম শ্রেষ্ঠ রাষ্ট্রনায়ক ডঃ মনমোহন সিংকে জন্মদিনের শুভেচ্ছা। ভারতের প্রগতিতে তাঁর নম্রতা, নিষ্ঠা এবং অবদান অতুলনীয়। তিনি আমার এবং অন্যান্য কোটি কোটি ভারতীয়দের কাছে অনুপ্রেরণা। আমি তাঁর সুস্বাস্থ্যের জন্য প্রার্থনা করছি।"