Country

8 months ago

Narendra Modi : নিজস্ব শহরকে আর্থিকভাবে সমৃদ্ধ করার লক্ষ্যে কাজ করতে হবে, মেয়রদের বললেন প্রধানমন্ত্রী

Narendra Modi
Narendra Modi

 

নয়াদিল্লি, ২০ সেপ্টেম্বর : আমার শহর আর্থিকভাবে সমৃদ্ধ হোক, আমার শহর কোনও না কোনও পণ্যের জন্য পরিচিত হোক। সেই লক্ষ্যে কাজ করতে হবে মেয়রদের। বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মঙ্গলবার গুজরাটের গান্ধীনগরে আয়োজিত বিজেপির মেয়র ও উপ-মেয়রদের সম্মেলনে প্রধানমন্ত্রী বলেছেন, "আমার শহর যেন পর্যটনের আকর্ষণের কেন্দ্রে পরিণত হয়। আমার শহর হোক তার পরিচয় হোক, এই চিন্তা নিয়ে কাজ করা উচিত।

মঙ্গলবার ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে গান্ধীনগরে আয়োজিত বিজেপির মেয়র ও উপ-মেয়রদের সম্মেলনে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী এদিন আরও বলেছেন, "শুধুমাত্র নির্বাচনকে সামনে রেখে নির্বাচিত জনপ্রতিনিধিদের চিন্তা সীমাবদ্ধ থাকলে চলবে না। নির্বাচন কেন্দ্রিক চিন্তা করলে আমরা শহরের ভালো করতে পারব না।" প্রধানমন্ত্রী আরও বলেছেন, "বিজেপির মেয়র হিসাবে, শহরের প্রধান হিসাবে, রিয়েল এস্টেট সেক্টরকে আরও ভাল এবং স্বচ্ছ করার জন্য আপনাদের আরও বেশি দায়িত্ব রয়েছে। আমাদের অগ্রাধিকার হওয়া উচিত নিয়মগুলি অনুসরণ করা নিশ্চিত করা।"


You might also like!