Country

8 months ago

Narendra Modi : মন কি বাত: চিতাদের নামকরণের জন্য পরামর্শ চেয়েছেন প্রধানমন্ত্রী মোদী

Narendra Modi
Narendra Modi

 

নয়াদিল্লি, ২৫ সেপ্টেম্বর : ১৩০ কোটি দেশবাসী ভারতে চিতা ফেরত নিয়ে উচ্ছ্বসিত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রবিবার মাসিক রেডিও অনুষ্ঠান মন কি বাত-এ বলেন, চিতাগুলিকে একটি টাস্কফোর্স পর্যবেক্ষণ করবে। পাশাপাশি তিনি চিতার নামকরণের বিষয়ে জনগণের কাছে পরামর্শ চেয়েছেন।

'মন কি বাত' প্রোগ্রামের ৯৩ তম সংস্করণে প্রধানমন্ত্রী মোদী তাঁর চিন্তাভাবনা ভাগ করে নিয়েছেন। মোদী বলেন, চিতাগুলি ভারতে ফিরে আসায় দেশের প্রতিটি কোণ থেকে মানুষ আনন্দ প্রকাশ করেছে। ১৩০ কোটি ভারতীয় খুশি এবং গর্বিত।

তিনি আরও বলেন, চিতাদের পর্যবেক্ষণের জন্য একটি টাস্কফোর্স গঠন করা হয়েছে, যারা সিদ্ধান্ত নেবে চিতারা এখানকার পরিবেশে কতটা মিশতে পেরেছে। এর ভিত্তিতে কয়েক মাস পর এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। এর পর মানুষ চিতাগুলো দেখতে পাবে। উল্লেখ্য, নামিবিয়া থেকে ভারতে আনা আটটি চিতাকে মধ্যপ্রদেশের কুনো জাতীয় উদ্যানে রাখা হয়েছে।

You might also like!