Country 6 months ago

PM Modi releases 8 cheetahs: নামিবিয়া থেকে আসল ৮টি চিতা, কুনো জাতীয় অভয়ারণ্যে ছেড়ে প্রধানমন্ত্রী বললেন ঐতিহাসিক

PM Modi releases 8 cheetahs

 

গোয়ালিয়র, ১৭ সেপ্টেম্বর : নামিবিয়া থেকে ৮টি চিতা ভারতে উড়িয়ে নিয়ে এসেছে বিশেষ বিমান। মধ্যপ্রদেশের গোয়ালিয়র থকে বায়ুসেনার কপ্টারে সেই চিতাগুলিকে নিয়ে যাওয়া হয় কুনো জাতীয় অভয়ারণ্যে। শনিবার চিতাগুলিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী খাঁচামুক্ত করেছেন। খাঁচার দরজা খুলে চিতাগুলিকে ছেড়ে দেন প্রধানমন্ত্রী। চিতাগুলিকে অভয়ারণ্যে ছেড়ে দেওয়ার পর প্রধানমন্ত্রী ছবিও তুলেছেন। একটি যন্ত্রের হাতল ঘুরিয়ে ঘুরিয়ে চিতার খাঁচার দরজা খোলেন প্রধানমন্ত্রী। ধীরে ধীরে খুলে যাওয়া দরজা দিয়ে বাইরে বেরিয়ে আসে চিতাগুলি। প্রধানমন্ত্রী তাদের ছবি তোলেন ক্যামেরায়। প্রধানমন্ত্রী হাততালিও দেন। সঙ্গে উপস্থিত ছিলেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান। যে আট চিতাকে নামিবিয়া থেকে উড়িয়ে আনা হয়েছে, তাদের মধ্যে তিনটি পুরুষ এবং পাঁচটি মহিলা। কুনো জাতীয় অভয়ারণ্যে চিতা প্রোজেক্টের সূচনা করার পর ভিডিও বার্তায় প্রধানমন্ত্রী বলেছেন, "কয়েক দশক পর চিতা আমাদের দেশে ফিরে এসেছে। এই ঐতিহাসিক দিনে, আমি সমস্ত ভারতীয়কে অভিনন্দন জানাতে চাই এবং নামিবিয়ার সরকারকেও ধন্যবাদ জানাতে চাই। তাদের সাহায্য ছাড়া এটি সম্ভব হত না।" প্রধানমন্ত্রী বলেছেন, "কয়েক দশক আগে জীববৈচিত্র্যের প্রাচীন লিঙ্কটি ভেঙে গিয়েছিল এবং বিলুপ্ত হয়ে গিয়েছিল, আজ আমাদের এটিকে পুনরায় সংযুক্ত করার সুযোগ এসেছে। এই চিতার পাশাপাশি ভারতের প্রকৃতি-প্রেমী চেতনাও পূর্ণ শক্তিতে জেগে উঠেছে।"

You might also like!