নয়াদিল্লি, ২১ মে : ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর মৃত্যুদিবসে শ্রদ্ধাজ্ঞাপন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি সোশ্যাল মিডিয়া এক্স হ্যান্ডেলে শ্রদ্ধাঞ্জলি জানান প্রাক্তন প্রধানমন্ত্রীকে।
রাজীব-পুত্র রাহুল গান্ধী, কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়্গে, রাজীব-জায়া সোনিয়া গান্ধী, রাজীব-কন্যা প্রিয়াঙ্কা গান্ধী, পি চিদম্বরম, শচীন পাইলট, বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়-সহ দেশের তাবড় নেতানেত্রীরা শ্রদ্ধা জানিয়েছেন তাঁকে।প্রসঙ্গত, ১৯৯১ সালের ২১ মে তামিলনাড়ুর শ্রীরামপেরামবুদুরে নিহত হন রাজীব গান্ধী।