Country

9 months ago

Narendra Modi :পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়কে শ্রদ্ধা নিবেদন প্রধানমন্ত্রী মোদীর

Narendra Modi
Narendra Modi

 

নয়াদিল্লি, ১১ ফেব্রুয়ারি  : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়কে তাঁর মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধা জানিয়েছেন। প্রধানমন্ত্রী রবিবার পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়কে সামাজিক মাধ্যম এক্স-এ শ্রদ্ধা জানান। মোদী এক্স-এ লিখেছেন, “তিনি ভারতীয় সংস্কৃতি ও ঐতিহ্যকে কেন্দ্রে রেখে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার পথ দেখিয়েছিলেন। উন্নত ভারত গড়ার ক্ষেত্রেও এগুলি অনুপ্রেরণা হয়ে উঠেছে”।মোদী আরও লেখেন যে উপাধ্যায় একজন আরএসএস কর্মী ছিলেন। আরএসএস-এর প্রতিষ্ঠাতা সদস্যদের মধ্যেও তিনি অন্যতম ছিলেন।

পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ের "অন্ত্যোদয়" এবং "অখণ্ড মানবতাবাদ" সম্পর্কে প্রায়শই মোদী তাঁর অনুপ্রেরণা হিসেবে উল্লেখ করেছেন। উপাধ্যায়ের ১৯৬৮ সালে মৃত্যু হয়।অন্যান্য বিজেপি নেতারাও রবিবার পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়কে গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন। বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা বলেছেন যে তাঁর মূল্যবোধ সর্বদা দলের জন্য একটি পথনির্দেশক হয়ে থাকবে।

You might also like!