Country

3 weeks ago

Narebdra Modi : কংগ্রেস কয়েক দশক ধরে আদিবাসীদের কাছ থেকে ভোট সংগ্রহ করেছে, কিন্তু তাঁদের রাস্তা ও বিদ্যুৎ দেয়নি : মোদী

Narendra Modi (File picture)
Narendra Modi (File picture)

 

বেতুল, ১৪ নভেম্বর : কংগ্রেস কয়েক দশক ধরে আদিবাসীদের কাছ থেকে ভোট সংগ্রহ করেছে, কিন্তু তাঁদের রাস্তা ও বিদ্যুৎ দেয়নি। মধ্যপ্রদেশের বেতুলে নির্বাচনী জনসভা থেকে এভাবেই কংগ্রেসের বিরুদ্ধে তোপ দাগলেন প্রধানমন্ত্রী তথা বিজেপি নেতা নরেন্দ্র মোদী। তিনি বলেছেন, "কংগ্রেস বুঝে নিয়েছে, মোদীর গ্যারান্টির সামনে তাঁদের ভুয়ো প্রতিশ্রুতি কাজ করবে না।" প্রধানমন্ত্রী মোদী বলেছেন, "মধ্যপ্রদেশের লকারকে কংগ্রেসের দুর্নীতি ও লুটপাটের হাত থেকে ঠেকাতে এই নির্বাচন। আপনাদের (জনগণ) মনে রাখা উচিত, কংগ্রেসের হাতের তালু চুরি করতে জানে। আপনারা জানেন কংগ্রেস যেখানেই আসে, সেখানেই ধ্বংস ডেকে আনে।"

প্রধানমন্ত্রী মোদী আরও বলেছেন, "১৭ নভেম্বর যতই এগিয়ে আসছে, কংগ্রেসের দাবিও উন্মোচিত হচ্ছে। এখন আমরা সমগ্র মধ্যপ্রদেশ থেকে একটি রিপোর্ট পেয়েছি যে কংগ্রেস পরাজয় মেনে নিয়েছে এবং এখন তাঁরা নিজেদের ভাগ্যের উপর নির্ভর করছে।" মোদী জোর দিয়ে বলেছেন, "কংগ্রেস নেতাদের মধ্যে কেউ কেউ ঘরে বসে আছেন, তাঁরা বাইরে যেতেও চান না, কংগ্রেস নেতারা জানেন না তারা জনগণকে কী বলবেন। কংগ্রেস স্বীকার করে নিয়েছে, তাদের ভুয়ো প্রতিশ্রুতি মোদীর গ্যারান্টির সামনে টিকবে না।"

আদিবাসীদের সঙ্গে কংগ্রেস বিশ্বাসঘাতকতা করেছে বলে দাবি করেছেন প্রধানমন্ত্রী মোদী। তাঁর কথায়, "বছরের পর বছর ধরে কংগ্রেস আদিবাসীদের ভোট সংগ্রহ করে চলেছে, তাঁরা মিথ্যা বলে ভোট পেয়েছে। কংগ্রেস আদিবাসীদের রাস্তা, বিদ্যুত, জল, স্কুল এবং হাসপাতালের মতো সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত করে রেখেছিল... কংগ্রেস কখনই তাঁদের প্রতিশ্রুতি পূরণ করেনি... তারা ক্ষমতায় আসার আগে ঋণ মকুব করার প্রতিশ্রুতি দিয়েছিল কিন্তু সরকার গঠনের দেড় বছর ধরে তারা তা করতে পারেনি। কিন্তু, বিজেপি আদিবাসীদের স্বার্থকে গুরুত্ব দেয় এবং সেই কারণেই একজন আদিবাসী কন্যা দ্রৌপদী মুর্মু রাষ্ট্রপতির পদে রয়েছেন এবং দেশকে নেতৃত্ব দিচ্ছেন।"

You might also like!