Country

1 year ago

Narendra Modi: মহিলা, কৃষক ও যুবসমাজ-সহ ৪টি অমৃত স্তম্ভের উন্নয়নেই হবে দেশের প্রকৃত প্রগতি : প্রধানমন্ত্রী মোদী

Narendra Modi(File Picture)
Narendra Modi(File Picture)

 

খুন্তি, ১৫ নভেম্বর : মহিলা, কৃষক ও যুবসমাজ-সহ ৪টি অমৃত স্তম্ভের উন্নয়নেই হবে দেশের প্রকৃত প্রগতি। জোর দিয়ে বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বুধবার ঝাড়খণ্ডের খুন্তি জেলায় জনজাতীয় গৌরব দিবসের বক্তৃতায় প্রধানমন্ত্রী মোদী বলেছেন, "অমৃত কাল'-এর আগামী ২৫ বছরে আমরা যদি নিজেদের দেশকে উন্নত করতে চাই, তাহলে আমাদের চারটি 'অমৃত স্তম্ভ'-কে শক্তিশালী করতে হবে। উন্নত ভারতের চারটি 'অমৃত স্তম্ভ' হল দেশের নারী, দেশের কৃষক, দেশের যুবসমাজ এবং নব্য-মধ্যবিত্ত ও দেশের দরিদ্র মানুষ। এই চারটি স্তম্ভের উন্নয়ন হলেই দেশ উন্নত হবে। এই 'অমৃত স্তম্ভ' গড়ে তোলার জন্য গত ১০ বছরে যে পরিমাণ কাজ করা হয়েছে, তা আগে কখনও করা হয়নি।"

প্রধানমন্ত্রী মোদী বলেছেন, "আজ ভগবান বিরসা মুণ্ডার জন্মবার্ষিকীতে 'বিকশিত ভারত সংকল্প যাত্রা'-র সূচনা করা হয়েছে। এই যাত্রা ২০২৪ সালের ২৬ জানুয়ারি পর্যন্ত চলবে৷ এই যাত্রা চলাকালীন, সমস্ত সুবিধাভোগীদের কাছে বেশ কয়েকটি প্রকল্প পৌঁছে যাবে৷ এ জন্য প্রস্তুতি নেওয়া হবে।" প্রধানমন্ত্রী জোর দিয়ে বলেছেন, "বিকশিত ভারত সংকল্প যাত্রা একভাবে দেশের দরিদ্র, মা-বোন, যুবক ও কৃষকদের জন্য মোদীর গ্যারান্টি। মোদীর গ্যারান্টি মানেই প্রতিটি গ্যারান্টি পূরণের নিশ্চয়তা।" প্রধানমন্ত্রী আরও বলেছেন, "আগের সরকারগুলি শুধু তথ্য যোগ করার কাজ করত। কিন্তু আমি শুধু পরিসংখ্যান যোগ করে বসে থাকতে চাই না, আমি জীবন যোগ করতে চাই, প্রতিটি জীবনে জীবনদান করতে চাই, প্রতিটি জীবনে নতুন আবেগ পূরণ করতে চাই। এই লক্ষ্য নিয়ে আজ থেকে শুরু হচ্ছে প্রধানমন্ত্রী জনমন মহা অভিযান। এই মহা অভিযানে ভারত সরকার ২৪ হাজার কোটি টাকা খরচ করতে চলেছে।"

You might also like!