Country 5 months ago

Narendra Modi : হাসি, কৌতুক ও ইতিবাচকতা দিয়ে আমাদের জীবনকে উজ্জ্বল করেছেন রাজু শ্রীবাস্তব : প্রধানমন্ত্রী

Narendra Modi With Raju Srivastav

 

নয়াদিল্লি, ২১ সেপ্টেম্বর : হাসি, কৌতুক ও ইতিবাচকতা দিয়ে আমাদের জীবনকে উজ্জ্বল করেছেন রাজু শ্রীবাস্তব। প্রয়াত কৌতুকশিল্পীর জীবনাবসানে এভাবেই শোকব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বুধবার রাজু শ্রীবাস্তবের প্রয়াণের খবর শোনার পর টুইট করে প্রধানমন্ত্রী লিখেছেন, "রাজু শ্রীবাস্তব হাসি, কৌতুক এবং ইতিবাচকতা দিয়ে আমাদের জীবনকে উজ্জ্বল করেছেন। তিনি খুব তাড়াতাড়ি আমাদের ছেড়ে চলে গেলেন, কিন্তু বছরের পর বছর ধরে তাঁর সমৃদ্ধ কাজের জন্য তিনি অসংখ্য মানুষের হৃদয়ে বেঁচে থাকবেন। তাঁর মৃত্যু দুঃখজনক। তাঁর পরিবার ও ভক্তদের প্রতি সমবেদনা। ওম শান্তি।"

৫৮ বছর বয়সে প্রয়াত হয়েছেন কৌতুকশিল্পী রাজু শ্রীবাস্তব। হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে গত প্রায় দেড় মাস ধরে দিল্লির এইমস-এ ভর্তি ছিলেন রাজু। বুধবার সকালে এই হাসপাতালেই তাঁর মৃত্যু হয়। কৌতুকশিল্পী রাজু ১০ আগস্ট জিমে শরীরচর্চা করার সময় হঠাৎই বুকে ব্যথা নিয়ে দিল্লির এইমস-এ ভর্তি হন। এর পর থেকে ধীরে ধীরে রাজুর শারীরিক অবস্থা আরও জটিল হয়। জ্ঞান হারান। মস্তিষ্কও কাজ করা বন্ধ করে। পরে অবস্থার উন্নতি হলেও ১ সেপ্টেম্বর থেকে আবার ভেন্টিলেশনে দেওয়া হয় রাজুকে।

You might also like!