Country

11 months ago

M S Swaminathan passes away: ভারতের সবুজ বিপ্লবের জনক এম এস স্বামীনাথন প্রয়াত, শোকপ্রকাশ প্রধানমন্ত্রী মোদীর

PM Modi condoles death of MS Swaminathan
PM Modi condoles death of MS Swaminathan

 

চেন্নাই ও নয়াদিল্লি, ২৮ সেপ্টেম্বর: প্রয়াত হয়েছেন ভারতের সবুজ বিপ্লবের জনক এম এস স্বামীনাথন। বৃহস্পতিবার বেলা ১১.২০ মিনিট নাগাদ তামিলনাড়ুর চেন্নাইয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন ভারতের প্রখ্যাত কৃষি বিজ্ঞানী এম এস স্বামীনাথন। শারীরিক অসুস্থতার পর জীবনাবসান হয়েছে তাঁর। মৃত্যুকালে বয়স হয়েছিল ৯৮ বছর। ভারতের সবুজ বিপ্লবের জনকের জন্ম হয়েছিল ১৯২৫ সালের ৭ আগস্ট।

প্রখ্যাত কৃষি বিজ্ঞানী এম এস স্বামীনাথনের প্রয়াণে গভীর শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এক্স হ্যান্ডেলে এক শোকবার্তায় প্রধানমন্ত্রী জানিয়েছেন, "ডক্টর এম এস স্বামীনাথনজির মৃত্যুতে গভীরভাবে শোকাহত। আমাদের দেশের ইতিহাসের একটি অত্যন্ত সংকটময় সময়ে, কৃষিতে তাঁর যুগান্তকারী কাজ লক্ষ লক্ষ মানুষের জীবনকে বদলে দিয়েছে এবং আমাদের দেশের জন্য খাদ্য নিরাপত্তা নিশ্চিত করেছে।"


You might also like!