Country

10 months ago

Narendra Modi: দ্রুততার সঙ্গে এগিয়ে চলেছে ভারত, বিশ্বের সবচেয়ে বড় উৎপাদন কেন্দ্র হতে চলেছে : প্রধানমন্ত্রী মোদী

Narendra Modi  (File Picture)
Narendra Modi (File Picture)

 

শাজাপুর (মধ্যপ্রদেশ), ১৪ নভেম্বর : দ্রুততার সঙ্গে এগিয়ে চলেছে ভারত, বিশ্বের সবচেয়ে বড় উৎপাদন কেন্দ্র হতে চলেছে ভারত। জোর দিয়ে বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মঙ্গলবার মধ্যপ্রদেশের শাজাপুরে এক নির্বাচনী জনসভায় বক্তব্য রেখে প্রধানমন্ত্রী বলেছেন, "বর্তমানে বিশ্বের সবচেয়ে উন্নত দেশগুলির অবস্থা কী তা সবাই জানেন। কিন্তু ভারত এমন একটি দেশ যা দ্রুত গতিতে এগিয়ে চলেছে। এখন সারা বিশ্বের বিনিয়োগকারীরা ভারতে বিনিয়োগ করতে চায়। ভারত বিশ্বের সবচেয়ে বড় উৎপাদন কেন্দ্র হতে চলেছে।"

মোদী বলেছেন, "এই গুরুত্বপূর্ণ সময়ে মধ্যপ্রদেশে বিজেপি সরকারের টিকে থাকা খুবই গুরুত্বপূর্ণ। আপনাদের মনে রাখতে হবে কংগ্রেস এমন একটি দল যা বিনিয়োগকারীদের তাড়িয়ে দেয়, যে দল হাজার হাজার কোটি টাকার দুর্নীতি করে। কংগ্রেস এমন একটি দল যে দল শুধুমাত্র একটি পরিবারের জন্য কাজ করে, আপনাদের পরিবারের সঙ্গে তাঁদের কোনও সম্পর্ক নেই। কংগ্রেস যেখানেই এসেছে, ধ্বংস ডেকে এনেছে।"

প্রধানমন্ত্রীর কথায়, "অনেক কষ্টে বিজেপি মাধ্যপ্রদেশকে গভীর কূপ থেকে টেনে তুলেছে। যাঁরা মধ্যপ্রদেশকে ভালোবাসেন, তাঁরা কখনই চাইবেন না মধ্যপ্রদেশ ফের বীমারু রাজ্যে পরিণত হোক।" মোদী আরও বলেছেন, "ভারতের অগ্রগতিতে বৃহত্তর অংশগ্রহণের জন্য মধ্যপ্রদেশ বিজেপি আপনাদের সামনে একটি রেজোলিউশন লেটার দিয়েছে। এই রেজুলেশন লেটারে রয়েছে এক্সপ্রেসওয়ে, মেট্রো, রেল সংযোগ, এমপি আইআইটি। এই সব গ্যারান্টি পূরণ হবে, এটাই মোদীর গ্যারান্টি।" কংগ্রেসকে আক্রমণ করে মোদী বলেছেন, "কংগ্রেসের কাছে আছে শুধুই বিরোধিতা, হতাশা এবং নেতিবাচকতা। কংগ্রেস স্বভাবতই তোষণ, গুন্ডামি, দাঙ্গা, দুর্নীতি ইত্যাদিকে উৎসাহিত করে।"

You might also like!