Country

2 weeks ago

Narendra Modi : কংগ্রেসের একমাত্র লক্ষ্য ছত্তিশগড়কে লুট করা এবং নিজেদের কোষাগার পূরণ করা : প্রধানমন্ত্রী মোদী

Narendra Modi( File picture)
Narendra Modi( File picture)

 

মহাসমুন্দ, ১৩ নভেম্বর : ছত্তিশগড়ের মহাসমুন্দের জনসভা থেকে কংগ্রেসের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানালেন প্রধানমন্ত্রী তথা শীর্ষ বিজেপি নেতা নরেন্দ্র মোদী। সোমবার মহাসমুন্দে বিজেপির বিজয় সঙ্কল্প মহা জনসভা থেকে প্রধানমন্ত্রী মোদী জোর দিয়ে বলেছেন, "ছত্তিশগড়ে প্রথম দফার ভোট কংগ্রেসের 'মিথ্যার বেলুন' নস্ট করেছে। প্রধানমন্ত্রী মোদীর কথায়, "কংগ্রেস সরকার ওবিসি সম্প্রদায়কে সংরক্ষণ দেয়নি। কয়েক দশক ধরে ওবিসি কমিশনকে সাংবিধানিক মর্যাদা দেওয়া হয়নি। মেডিকেল কলেজে ওবিসি সংরক্ষণ কার্যকর হয়নি। কিন্তু মোদী এই সব কাজের গ্যারান্টি দিয়েছিলেন এবং করে দেখিয়েও দিয়েছেন।"

প্রধানমন্ত্রী মোদী এদিন আরও বলেছেন, "গত ১০ বছরে বিজেপি সরকার ৪ কোটি 'পাকা' বাড়ি তৈরি করে গরিবদের দিয়েছে। এমনকি ছত্তিশগড়ে যতদিন বিজেপি সরকার ক্ষমতায় ছিল, ততদিন এই কাজ সুচারুভাবে চলতে থাকে। তখন আমরা এখানে ১০ লক্ষের বেশি বাড়ি তৈরি করেছি। কিন্তু কংগ্রেস সরকার এখানে ক্ষমতায় আসার সঙ্গে সঙ্গেই দরিদ্রদের ঘর নির্মাণে বাধা সৃষ্টি করতে শুরু করে।" মোদী বলেছেন, "গত ৫ বছর ধরে এখানকার কংগ্রেস সরকার জনকল্যাণের সব কাজ বন্ধ করে দিয়েছে। কংগ্রেসের একমাত্র লক্ষ্য ছত্তিশগড় লুট করে এবং নিজেদের কোষাগার পূরণ করা। যখন কংগ্রেস সরকার ছত্তিশগড়কে লুট করেছে, সেই সরকার যখন হারবে, তখন ছত্তিশগড়ের উন্নয়নকারী বিজেপি সরকার এখানে ক্ষমতায় আসবে, তখন ছত্তিশগড় সেই উন্নয়নের উচ্চতায় পৌঁছে যাবে যা এই রাজ্যের প্রাপ্য।"

You might also like!