খুন্তি, ১৫ নভেম্বর : আদিবাসী সমাজের অবিসংবাদী নেতা, স্বাধীনতা আন্দোলনের বীর সৈনিক ভগবান বিরসা মুন্ডাকে শ্রদ্ধার সঙ্গে নমণ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিরসা মুন্ডাকে শ্রদ্ধা নিবেদন করে প্রধানমন্ত্রী বলেছেন, জনজাতীয় গৌরব ও সংগ্রামের প্রতীক ভগবান বিরসা মুণ্ডার গাঁথা প্রতিটি দেশবাসীকে অনুপ্রেরণা দিয়ে পূর্ণ করে। ঝাড়খণ্ডের প্রতিটি প্রান্ত এমন মহান ব্যক্তিত্ব, তাঁদের বীরত্ব এবং পরিশ্রমের সঙ্গে জড়িত। ভগবান বিরসা মুন্ডার জন্মদিনটি বুধবার দেশজুড়ে জনজাতীয় গৌরব হিসাবে পালিত হয়েছে। উপজাতীয় অধিকারের প্রতি তাঁর নির্ভীক চেতনা এবং উৎসর্গ প্রজন্মকে অনুপ্রাণিত করে চলেছে।
বুধবার সকালে রাঁচিতে ভগবান বিরসা মুন্ডা মেমোরিয়াল পার্ক ও ফ্রিডম ফাইটার মিউজিয়াম পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সঙ্গে ছিলেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন, কেন্দ্রীয় উপজাতি বিষয়ক মন্ত্রী অর্জুন মুন্ডা এবং ঝাড়খণ্ডের রাজ্যপাল সিপি রাধাকৃষ্ণনও। এরপর প্রধানমন্ত্রী পৌঁছন ভগবান বিরসা মুণ্ডার জন্মস্থান উলিহাতু গ্রামে। সেখানে তিনি ভগবান বিরসা মুণ্ডার মূর্তিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন। নরেন্দ্র মোদীই দেশের প্রথম প্রধানমন্ত্রী হিসেবে উলিহাতু গ্রাম সফর করলেন।
খুন্তিতে আয়োজিত এক অনুষ্ঠান থেকে প্রধানমন্ত্রী এদিন 'বিকশিত ভারত সংকল্প যাত্রা' এবং প্রধানমন্ত্রী বিশেষ করে দুর্বল আদিবাসী গোষ্ঠী উন্নয়ন মিশনের সূচনা করেন। এছাড়াও পিএম-কিশান-এর অধীনে ১৫-তম কিস্তির প্রায় ১৮ হাজার কোটি টাকা প্রদান করেছেন। পাশাপাশি ৭,২০০ কোটি টাকা মূল্যের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেছেন প্রধানমন্ত্রী মোদী। এই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী মোদী বলেছেন, "আজকের দিন সৌভাগ্যে ভরপুর। আমি সবেমাত্র ভগবান বিরসা মুণ্ডার জন্মস্থান উলিহাতু থেকে ফিরে এসেছি। তাঁর পরিবারের সঙ্গেও খুব মনোরম কথা হয়েছে। সেই পবিত্র মাটি আমার কপালে লাগানোর পরম সৌভাগ্য আমারও হয়েছে। আমি ভগবান বিরসা মুন্ডা মেমোরিয়াল পার্ক এবং ফ্রিডম ফাইটার মিউজিয়াম দেখার সুযোগও পেয়েছি। আজ থেকে দুই বছর আগে এই মিউজিয়ামটি দেশকে উৎসর্গ করার সৌভাগ্য হয়েছিল আমার। আমি আদিবাসী গৌরব দিবসে সমস্ত দেশবাসীকে অভিনন্দন ও শুভেচ্ছা জানাই।" প্রধানমন্ত্রীর কথায়, "আজ ঝাড়খণ্ডের এই পুণ্যভূমি থেকে শুরু হতে চলেছে দু'টি ঐতিহাসিক অভিযান। বিকশিত ভারত সংকল্প যাত্রা, যা সরকারের লক্ষ্য পূরণের একটি মাধ্যম হয়ে উঠবে। বিলুপ্তির দ্বারপ্রান্তে দাঁড়িয়ে থাকা আদিবাসীদের রক্ষা ও ক্ষমতায়ন করবে প্রধানমন্ত্রী উপজাতি ন্যায়বিচার মহা অভিযান।"