Country

1 year ago

Narendra Modi : ১৭ সেপ্টেম্বর থেকে ই-নিলাম করা হবে প্রধানমন্ত্রীর প্রাপ্ত ১২০০টি উপহার

Narendra Modi
Narendra Modi

 

নয়াদিল্লি, ১৫ সেপ্টেম্বর : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিদেশ থেকে আসা মানুষ, ভারতীয় ক্রীড়াবিদ এবং রাজনীতিবিদদের পাশাপাশি বিভিন্ন স্তরের মানুষের কাছ থেকে পাওয়া উপহারগুলি ই-নিলামে তোলা হবে৷ উপহারগুলি আগামী ১৭সেপ্টেম্বর থেকে ২ অক্টোবর পর্যন্ত নিলাম করা হবে। এই নিলামে সামগ্রীগুলির দাম ধার্য করা হয়েছে ১০০ টাকা থেকে লক্ষ টাকা পর্যন্ত হতে পারে। এবার নিলামে রাখা হয়েছে ১২০০ উপহার, যার মধ্যে রয়েছে ক্রীড়া জগতের মানুষের কাছ থেকে পাওয়া উপহার।

কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রকের তরফে জানানো হয়েছে, এই নিয়ে চতুর্থবার প্রধানমন্ত্রীর জন্মদিনে প্রাপ্ত উপহার নিলামে তোলা হচ্ছে। এই ই-নিলাম ১৭ সেপ্টেম্বর থেকে শুরু হবে এবং ২অক্টোবর পর্যন্ত চলবে। pmmementos.gov.in-এ গিয়ে মানুষ ই-নিলামে অংশ নিতে পারে। এই নিলাম থেকে প্রাপ্ত অর্থ নমামি গঙ্গে প্রকল্পে দেওয়া হবে। উল্লেখ্য, গত বছর নমামি গঙ্গা প্রকল্পে দেওয়া উপহারের নিলাম থেকে ১৬ কোটি টাকা পাওয়া গিয়েছিল।

You might also like!