Country

3 weeks ago

Himachal Pradesh weather condition: মৃদু ঠান্ডায় মনোরম আবহাওয়া হিমাচলে, পারদ হ্রাসের পূর্বাভাস

Himachal Pradesh weather condition
Himachal Pradesh weather condition

 

শিমলা, ২৫ অক্টোবর : ধীরে ধীরে ঠান্ডা বাড়ছে হিমাচল প্রদেশে। তবে খুব বেশি ঠান্ডা এখনও পড়েনি। মৃদু ঠান্ডায় মনোরম আবহাওয়া রয়েছে শিমলা, মানালি-সহ হিমাচল প্রদেশের বিভিন্ন জায়গায়। ইতিমধ্যেই তুষারপাতও হয়েছে। ফলে ওঠানামা করছে তাপমাত্রার পারদ। আগামী ৪-৫ দিন অবশ্য তুষারপাতের কোনও সম্ভাবনা নেই। হিমাচলের আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী ২৯ অক্টোবর পর্যন্ত হিমাচল প্রদেশজুড়ে আবহাওয়া মূলত শুষ্ক থাকবে বলে আশা করা হচ্ছে। আগামী দুই থেকে তিন দিন সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিক থাকলেও, রাজ্যজুড়ে আগামী কয়েকদিন সর্বনিম্ন তাপমাত্রা ১ ডিগ্রি সেলসিয়াস থেকে ২ ডিগ্রি সেলসিয়াস কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে।

You might also like!