নয়াদিল্লি, ১৩ জুলাই : বৃষ্টির সৌজন্যে আবারও স্বস্তি ফিরলো রাজধানী দিল্লিতে। স্বস্তির সঙ্গে অস্বস্তিও ফিরলো। জল জমলো রাজধানী দিল্লির নানা অংশে। শনিবার ভোর থেকেই বৃষ্টি শুরু দিল্লিজুড়ে। সেই বৃষ্টি থামেনি সকালেও। দিল্লির জনপথ, ইন্ডিয়া গেট, কর্তব্যপথ সর্বত্রই বৃষ্টি হয়েছে। বৃষ্টির জেরে দিল্লির বারাপুল্লাহ ফ্লাইওভারে রাস্তায় জল জমে যায়। এছাড়াও দিল্লির আরও নানা অংশে বৃষ্টির জল জমেছে।
জাতীয় রাজধানী দিল্লির পাশাপাশি শনিবার সকালে ভারী বৃষ্টি হয়েছে বাণিজ্যনগরী মুম্বইয়েও। মুম্বইয়ে গত কয়েকদিন ধরে লাগাতার বৃষ্টি হচ্ছে, সেই ধারাবাহিকতা বজায় থাকল শনিবার সকালেও। প্রবল বৃষ্টিতে ভিজেছে মুম্বই। তবে, বৃষ্টির জন্য কোথাও কোনও সমস্যা হয়নি।