Country 5 months ago

পিএফআই-কে নিষেধাজ্ঞায় খুশি যোগী; জানালেন নতুন ভারতে সন্ত্রাসবাদী, অপরাধীরা গ্রহণযোগ্য নয়

Yogi Aditya Nath

 


লখনউ, ২৮ সেপ্টেম্বর : পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়া (পিএফআই)-কে ৫ বছরের জন্য নিষেধাজ্ঞা খুশি প্রকাশ করেছেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। বুধবার টুইট করে যোগী জানিয়েছেন, "পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়া এবং পিএফআই-এর সহযোগী সংগঠনগুলির উপর যে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে তা প্রশংসনীয় এবং স্বাগত জানাই।

যোগী আদিত্যনাথ টুইট করে আরও জানিয়েছেন, এটি 'নতুন ভারত', যেখানে সন্ত্রাসবাদী, অপরাধী এবং সংগঠন এবং ব্যক্তিরা যারা দেশের ঐক্য ও অখণ্ডতা এবং নিরাপত্তার জন্য ঝুঁকি তারা গ্রহণযোগ্য নয়। উল্লেখ্য, পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়া (পিএফআই)-এর উপর পাঁচ বছরের জন্য নিষেধাজ্ঞা জারি করেছে কেন্দ্রীয় সরকার। নিষেধাজ্ঞা জারি করা হয়েছে পিএফআই-এর শরিক দলগুলির উপরেও। বুধবার একটি বিজ্ঞপ্তি জারি করে পিএফআই এবং এর অনুমোদন পাওয়া দলগুলিকে বেআইনি কার্যকলাপ প্রতিরোধ আইন (ইউএপিএ)-এর আওতায় নিষিদ্ধ হিসাবে ঘোষণা করেছে কেন্দ্র।


You might also like!