Country

1 week ago

Rainfall in gujarat district:প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত জনজীবন, রবিবারও গুজরাটের একাধিক জেলায় বৃষ্টির সম্ভাবনা

rainfall in gujarat district
rainfall in gujarat district

 

আমেদাবাদ, ১ সেপ্টেম্বর : ভারী বৃষ্টির কারণে বিপর্যস্ত গুজরাটের জনজীবন। বিধ্বস্ত গুজরাটের বেশ কয়েকটি এলাকা। নদীর জল বেড়ে বন্যা পরিস্থিতি তৈরি করেছে। গুজরাটের বেশ কয়েকটি নদীর জল বিপদসীমার উপর দিয়ে বইছে। জল ঢুকেছে লোকালয়েও।

আরব সাগরের বুকে তৈরি হওয়া ঘূর্ণিঝড় ‘আসনা’ ক্রমশ ভারতীয় উপকূল থেকে দূরে পশ্চিম-উত্তর দিকে সরবে। কিন্তু রবিবারও গুজরাটে দুর্যোগের আশঙ্কা থেকেই যাচ্ছে। আবহাওয়া দফতর সূত্রে জানানো হয়েছে, জামনগর, পোরবন্দর, দ্বারকা এবং কচ্ছের জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার পর্যন্ত থাকছে বৃষ্টির আশঙ্কা।

You might also like!