নয়াদিল্লি, ৪ জুন: প্রতিবারের মতোই ভোটগণনার সকালে ভগবানের আশীর্বাদ নিতে গেলেন কংগ্রেস নেতা শশী থারুর। প্রতিবার ভগবানের দর্শন করেই ভোট গণনায় চোখ রাখেন তিনি। এবারও তার অন্যথা হল না। তবে এবারে বিশেষ কোনও প্রত্যাশা নেই তাঁর। শশী থারুর সংবাদমাধ্যমকে সাফ জানান, ভোটবাক্সে মানুষ উত্তর দিয়ে দিয়েছেন। এবার যা হবার তাই হবে। একবার ভোট গ্রহণ হয়ে গেলে আর কিছু বলার থাকে না। এর থেকে বড় কিছু আর হতে পারে না। মানুষের রায় মানুষ দিয়েছেন, তা নিয়ে আমার আলাদা করে কিছু বলার নেই।