Country

8 months ago

পদত্যাগ করলেন বিহার সরকারের কৃষিমন্ত্রী সুধাকর সিং

Sudhakar Singh
Sudhakar Singh

 


পটনা, ২ অক্টোবর  : বিহার সরকারের কৃষিমন্ত্রী সুধাকর সিং মন্ত্রী পদ থেকে ইস্তফা দিয়েছেন। রবিবার তাঁর পদত্যাগের বিষয়টি নিশ্চিত করে আরজেডির রাজ্য সভাপতি তথা কৃষিমন্ত্রী সুধাকর সিংয়ের বাবা জগদানন্দ সিং বলেন, কৃষিমন্ত্রী সুধাকর সিং সরকারের কাছে তার পদত্যাগপত্র পাঠিয়েছেন।

জগদানন্দ সিং বলেন, বিহারের কৃষিমন্ত্রী সুধাকর সিং কৃষকদের প্রশ্ন তুলেছেন, কিন্তু শুধু প্রশ্ন তুলে কিছুই করা হয় না, এজন্য ত্যাগ স্বীকার করতে হয়। আমরা চাই না কোনো লড়াই বাড়ুক। সুধাকর সিং সরকারকে ভালোভাবে চালাতে পদত্যাগপত্র জমা দিয়েছেন।

প্রসঙ্গত, সুধাকর সিং মহাজোট সরকারে আরজেডি কোটা থেকে মন্ত্রী হয়েছিলে। তিনি দুর্নীতির জন্য নিজের সরকারের বিরুদ্ধে মোর্চা খুলেছিলেন। মুখ্যমন্ত্রী নীতীশ কুমার মন্ত্রিসভার বৈঠকে বাধা দিলে সুধাকর সিং মন্ত্রিসভার বৈঠক থেকে উঠে চলে যান। এরপর থেকেই তাকে নিয়ে নানা আলোচনা চলছিল।

You might also like!