Country

1 week ago

Pawan Kalyan on chinmay prabhu: চিন্ময় মহাপ্রভুর গ্রেফতারিতে উদ্বিগ্ন পবন কল্যাণ, বললেন খুবই বেদনাদায়ক ঘটনা

Pawan Kalyan on chinmay prabhu
Pawan Kalyan on chinmay prabhu

 

নয়াদিল্লি, ২৭ নভেম্বর : বাংলাদেশে ইস্কনের সন্ন্যাসী ও মুখপাত্র তথা বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস মহাপ্রভুর গ্রেফতারিতে ক্ষোভ প্রকাশ করলেন অন্ধ্রপ্রদেশের উপ-মুখ্যমন্ত্রী পবন কল্যাণ। তাঁর মতে, চিন্ময় মহাপ্রভুর গ্রেফতারি খুবই বেদনাদায়ক ঘটনা।

বুধবার সকালে দিল্লিতে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে পবন কল্যাণ বলেছেন, "ওখানে যা ঘটছে, তা খুবই বেদনাদায়ক। প্যালেস্টাইনে কিছু ঘটলে, সম্পূর্ণ বাস্তুতন্ত্র তাদের ব্যথা তুলে ধরে, কিন্তু বাংলাদেশে যখন এমনটা ঘটে তখন কেউ সাড়া দেয় না।"

You might also like!