Country

6 months ago

Rahul Gandhi : রাহুল গান্ধীকে কংগ্রেসের সভাপতি হিসেবে নিয়োগের প্রস্তাব পাস ছত্তিশগড়ে

Rahul Gandhi

 

রায়পুর, ১৮ সেপ্টেম্বর : ছত্তিশগড় প্রদেশ কংগ্রেস কমিটি (সিপিসিসি) রবিবার রাহুল গান্ধীকে দলের সর্বভারতীয় সভাপতি করার একটি প্রস্তাব পাস করেছে বলে কংগ্রেস নেতারা জানিয়েছেন।

রাজ্য কংগ্রেসের নেতাা সুশীল আনন্দ শুক্লা বলেন, হুসেন দলওয়াইয়ের সভাপতিত্বে ছত্তিশগড় থেকে ৩১০ প্রদেশ কংগ্রেস কমিটির (পিসিসি) প্রতিনিধিদের একটি সভায় প্রস্তাবটি পাস করা হয়েছে। এরআগেও এই বছরের জুনে সিপিসিসি একই রকম একটি প্রস্তাব পাস করেছিল যে রাহুল গান্ধীকে দলের সভাপতি করা উচিত।

You might also like!