Country

2 weeks ago

Waqf Amendment Bill Updates: ২৮৮ ভোটে লোকসভায় পাস, এবার রাজ্যসভায় পেশ ওয়াকফ সংশোধনী বিল

Waqf Amendment Bill Updates (Symbolic picture)
Waqf Amendment Bill Updates (Symbolic picture)

 

নয়াদিল্লি, ৩ এপ্রিল : লোকসভায় পাস হওয়ার পর এবার সংসদের উচ্চকক্ষ রাজ্যসভায় পেশ হল ওয়াকফ সংশোধনী বিল ২০২৫। বৃহস্পতিবার দুপুরে রাজ্যসভায় ওয়াকফ সংশোধনী বিল পেশ করেছেন কেন্দ্রীয় সংখ্যালঘু বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু। ওয়াকফ সংশোধনী বিল পেশ করার পর কিরেন রিজিজু বলেছেন, "বর্তমানে ৮.৭২ লক্ষ ওয়াকফ সম্পত্তি আছে। ২০০৬ সালে সাচার কমিটি যদি ৪.৯ লক্ষ ওয়াকফ সম্পত্তি থেকে আয়ের পরিমাণ ১২,০০০ কোটি টাকা অনুমান করতে পারে, তাহলে আপনি কল্পনা করতে পারেন, এই সম্পত্তিগুলি এখন কতটা আয় করছে।"

কংগ্রেস ও অন্যান্য বিরোধী দলের কাছে অনুরোধ জানিয়ে কিরেন রিজিজু বলেছেন, "আমি কংগ্রেস এবং তাঁদের মিত্রদের কাছে ওয়াকফ সংশোধনী বিল ২০২৫ সমর্থন করার আবেদন করছি।" উল্লেখ্য, দীর্ঘ বিতর্ক পর্বের পর বুধবার গভীর রাতে লোকসভায় পাস হয় সংশোধিত ওয়াকফ বিল। বিলের পক্ষে ২৮৮ এবং বিপক্ষে ২৩২ জন সাংসদ ভোট দেন। ব্যবধান ৫৬। মোট ভোট পড়েছে ৫২০। এবার এই বিল পেশ হল রাজ্যসভায়।

You might also like!