থানে, ১১ সেপ্টেম্বর : মহারাষ্ট্রের থানে-তে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল একটি বাড়ির একাংশ। শনিবার রাত এগারোটা নাগাদ একটি থানে মুম্বরা শহরের রানা নগর এলাকায় অবস্থিত একটি বাড়ির পিছনের দেওয়াল ধসে পড়ে। থানে মিউনিসিপ্যাল কর্পোরেশনের আঞ্চলিক দুর্যোগ ব্যবস্থাপনা সেল-এর প্রধান অবিনাশ সাওয়ান্ত জানিয়েছেন, এই ঘটনায় কেউ আহত হয়নি।
তিনি বলেন, বাড়ির পেছনের মাটি ধসে যাওয়ায় পেছনের দেওয়াল ভেঙে পাশের ড্রেনে পড়ে। খবর পেয়ে স্থানীয় দমকলকর্মী এবং আরডিএমসির একটি দল ঘটনাস্থলে পৌঁছয়। দাগডু ভাঙ্গারে নামে একটি ব্যক্তির ওই বাড়িটি আগেই খালি করা হয়েছিল এবং বাসিন্দারা আশেপাশে তাঁদের আত্মীয়দের বাড়িতে ছিলেন। বাড়ি খালি থাকায় হতাহতের ঘটনা ঘটেনি।