Country

1 week ago

Rajya sabha : সংসদীয় বিবাদ গণতন্ত্রকে দুর্বল করে : জগদীপ ধনখড়

parliament
parliament

 

নয়াদিল্লি, ২৮ নভেম্বর : সংসদীয় কাজকর্মে ব্যাঘাত ঘটানোর জন্য বিরোধীদের ভূমিকার নিন্দা করলেন রাজ্যসভার চেয়ারম্যান জগদীপ ধনখড়। উদ্বেগ প্রকাশ করে তিনি বৃহস্পতিবার রাজ্যসভায় বলেছেন, "এই চেম্বারটি কেবল বিতর্কের সদন নয়। সংসদীয় বিবাদ আমাদের গণতন্ত্রকে দুর্বল করে।"

আদানি ইস্যুতে বৃহস্পতিবারও উত্তাল হয়ে ওঠে লোকসভা ও রাজ্যসভার অধিবেশন। বিরোধীরা আদানি ঘুষ-কাণ্ডে আলোচনার দাবি জানিয়ে স্লোগান দিতে থাকেন, তীব্র স্লোগানের মধ্যে লোকসভা ও রাজ্যসভার অধিবেশন দুপুর বারোটা পর্যন্ত মুলতুবি করে দেওয়া হয়। পরে রাজ্যসভার অধিবেশন শুরু হলেও, একই পরিস্থিতি বজায় থাকে। তাই দিনের মতো মুলতুবি করে দেওয়া হয়েছে রাজ্যসভার অধিবেশন।

You might also like!