পাটনা, ৫ জুন : বিহারে এনডিএ জোটের ভালো ফলের জন্য শ্রেয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারকে দিলেন লোক জনশক্তি পার্টি (রামবিলাস)-র প্রধান চিরাগ পাসোয়ান। বুধবার সকালে পাটনায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে চিরাগ পাসোয়ান বলেছেন, "যেভাবে মুখ্যমন্ত্রী আমাদের জোটকে শক্তিশালী করেছেন। বিহারে এনডিএ-র পারফরম্যান্সের কৃতিত্ব প্রধানমন্ত্রী মোদীর পাশাপাশি নীতিশ কুমারেরও। আমার দলের সকল সাংসদ তাঁকে অভিনন্দন জানাতে, ধন্যবাদ জানাতে এবং তাঁর আশীর্বাদ পাওয়ার জন্য তাঁর সঙ্গে দেখা করেছিলেন।"
চিরাগ আরও বলেছেন, "এনডিএ ঐক্যবদ্ধ। সেই দিন বেশি দূরে নয়, যখন আমার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে এনডিএ সহযোগীরা সরকার গঠন করবে। আমরা নিজেদের ত্রুটি-বিচ্যুতিগুলি বিশ্লেষণ করব এবং আমরা একসঙ্গে বসে আলোচনা করব। ২০২৯ সালের লোকসভা নির্বাচনে, এনডিএ বিহারের ৪০টি আসনের সবকটি জিতবে।"