নয়াদিল্লি, ১ অক্টোবর : পাকিস্তান সরকারের টুইটার অ্যাকাউন্ট বন্ধ হয়ে গিয়েছে ভারতে। সাম্প্রতিক সময়ে এই নিয়ে দ্বিতীয়বার এমন ঘটনা ঘটল। এর আগে গত জুলাই মাসে পাকিস্তান সরকারের টুইটার অ্যাকাউন্ট বন্ধ হয়ে গিয়েছিল ভারতে, পরে তা সক্রিয় হয়। শনিবার ফের একবার ভারতে বন্ধ হয়ে গিয়েছে পাকিস্তান সরকারের টুইটার অ্যাকাউন্ট।পাক সরকারের টুইটার অ্যাকাউন্ট কেন বন্ধ করে দেওয়া হয়েছে, সে বিষয়ে কিছু জানা যায়নি। কারণ নিয়ে রয়েছে ধোঁয়াশা, তবে আইনি কোনও কারণ থাকলেই এমন পদক্ষেপ নিয়ে থাকে টুইটার। যাইহোক, শনিবার ভারত থেকে পাকিস্তান সরকারের টুইটার অ্যাকাউন্ট দেখা যায়নি।