Country 5 months ago

অযোধ্যায় লতা মঙ্গেশকর স্মৃতি চকের উদ্বোধন, প্রধানমন্ত্রী জানালেন যথাযথ শ্রদ্ধাঞ্জলি

Lata Mangeshkar smriti Chak in Ayodhya

 


অযোধ্যা, ২৮ সেপ্টেম্বর  : প্রয়াত কিংবদন্তী গায়িকা লতা মঙ্গেশকরকে শ্রদ্ধা জানিয়ে উত্তর প্রদেশের অযোধ্যায় লতা মঙ্গেশকর স্মৃতি চকের উদ্বোধন করা হয়েছে। বুধবার উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এবং কেন্দ্রীয় সংস্কৃতিমন্ত্রী জি কিশান রেড্ডি লতা মঙ্গেশকর স্মৃতি চক উদ্বোধন করেছেন। ২৮ সেপ্টেম্বর লতা মঙ্গেশকরের জন্মবার্ষিকী।

লতা মঙ্গেশকর স্মৃতি চকের উদ্বোধন প্রসঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানালেন, লতা দিদিকে এটাই যথাযথ শ্রদ্ধাঞ্জলি। এদিন সকালে টুইট করে প্রধানমন্ত্রী জানিয়েছেন, লতা দিদিকে তাঁর জন্মবার্ষিকীতে স্মরণ করছি। এমন অনেক কিছুই আছে যা আমি স্মরণ করছি...আমি আনন্দিত যে অযোধ্যার একটি চকের নামকরণ হয়েছে তাঁর নামে। কিংবদন্তী ভারতীয় আইকনকে এটি যথাযথ শ্রদ্ধাঞ্জলি।


You might also like!