নয়াদিল্লি, ৪ জুন : লড়াই একপ্রকার হাড্ডাহাড্ডি হয়েছে। তবুও শেষ হাসি হাসতে চলেছে বিজেপি। অষ্টাদশ লোকসভা নির্বাচনে এখনও পর্যন্ত বিজেপি নেতৃত্বধীন এনডিএ এগিয়ে রয়েছে ৩০০ আসনে। ইন্ডি জোটের ঝুলিতে রয়েছে ২২৫টি আসন। ইতিমধ্যেই আনন্দে মেতে উঠেছে বিজেপি। দিল্লিতে বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডার বাসভবনের বাইরে আনন্দ উদযাপন করেন বিজেপির নেতা-কর্মীরা।
আনন্দে কমতি নেই কংগ্রেস শিবিরেও। এবারের লোকসভা নির্বাচনে কংগ্রেসও ভালোই ফল করেছে। ইন্ডি জোট যেখানে ২২৫টি আসনে এগিয়ে রয়েছে, সেখানে শুধুমাত্র কংগ্রেস ৯৫টি আসনে এগিয়ে রয়েছে। আনন্দে মেতে উঠেছে কংগ্রেসের কর্মীরাও।