নয়াদিল্লি, ২৩ সেপ্টেম্বর : ফের দুর্যোগের ভ্রুকুটি দেবভূমি উত্তরাখণ্ডে। ২৩-২৫ সেপ্টেম্বর উত্তরাখণ্ডে ভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি করল ভারতীয় আবহাওয়া দফতর (আইএমডি)। আইএমডি-র বিজ্ঞানী আর কে জেনামানি জানিয়েছেন, ২৩ থেকে ২৫ সেপ্টেম্বর উত্তরাখণ্ডে অতি ভারী বৃষ্টিপাতের 'কমলা' সতর্কতা জারি করা হয়েছে। আগামীকাল পশ্চিম উত্তর প্রদেশে বৃষ্টি বাড়বে বলে আশা করা হচ্ছে।
উত্তর প্রদেশের পশ্চিমাংশে গত ২৪ ঘন্টায় প্রবল বর্ষণে স্বাভাবিক জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। বেশ কয়েকজনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। এদিন বন্যা কবলিত এলাকা আকাশপথে পরিদর্শন করেন যোগি আদিত্যনাথ । উত্তরাখণ্ডে এদিনও প্রবল বৃষ্টি হয়েছে। এদিকে, জাতীয় রাজধানী অঞ্চল সহ দিল্লির অনেকাংশ প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত হয়ে পড়েছে শুক্রবার। শহরের সর্বত্র জল জমে থাকায় বিভিন্ন এলাকায় যানজটের সৃষ্টি হয়। প্রতিকূল আবহাওয়ার প্রেক্ষিতে নয়ডায় এদিন স্কুলগুলিতে প্রথম থেকে অষ্টম শ্রেনী পর্যন্ত ছুটি ঘোষণা করা হয়েছে।