কোটা, ২১ নভেম্বর: শুধুমাত্র বিজেপিই দুর্নীতি, তোষণ, মুদ্রাস্ফীতি ও স্বজনপ্রীতি থেকে মুক্তি দিতে পারে। জোর দিয়ে বললেন প্রধানমন্ত্রী তথা বিজেপি নেতা নরেন্দ্র মোদী। মঙ্গলবার রাজস্থানের কোটায় এক নির্বাচনী জনসভা থেকে প্রধানমন্ত্রী মোদী বলেছেন, "রাজস্থানের কংগ্রেস সরকারের কাউন্টডাউন শুরু হয়ে গিয়েছে। এখানকার জাদুকর চাইলে কালা জাদু করতে পারেন, কিন্তু রাজস্থানের জনগণের জাদুশক্তির সামনে এই জাদুকরের কোনও শক্তিই টিকবে না। ৩ ডিসেম্বর এখান থেকে কংগ্রেস নিশ্চিহ্ন হয়ে যাবে।"
প্রধানমন্ত্রী মোদী বলেছেন, "রাজস্থানে কংগ্রেস সরকারের বিরুদ্ধে এত তীব্র ক্ষোভ আমি আগে কখনও দেখিনি। রাজস্থানের যুবকরা কংগ্রেসের হাত থেকে মুক্তি চায়। রাজস্থানের মহিলা, কৃষক, ব্যবসায়ী, ও দোকানদার সবাই কংগ্রেসের হাত থেকে মুক্তি চায়। তাঁরাই কংগ্রেস-মুক্ত ভারত গড়তে নেতৃত্ব দেবেন।" মোদী যোগ করেছেন, "গত ২-৪ দিনে, কিছু মানুষ আমাকে সোশ্যাল মিডিয়ায় বাচ্চাদের কিছু ভিডিও পাঠিয়েছে। ভিডিওতে এই শিশুরা বলছে- গেহলটজি, আমি কাকে ভোট দেব? এটি স্পষ্টভাবে দেখায় যে, শিশুরাও কংগ্রেসের হাতে নিজেদের ভবিষ্যত নিরাপদ দেখতে পাচ্ছে না।"