Country

1 year ago

Srinagar : ভোররাতে জম্মুর আকাশে পাক ড্রোন, চলছে তল্লাশি

Pak Dron in Samba zila
Pak Dron in Samba zila

 

শ্রীনগর, ১৮ সেপ্টেম্বর : ফের জম্মু ও কাশ্মীরে ড্রোনের হদিশ মিলল। রবিবার ভোররাতে আন্তর্জাতিক সীমান্তবর্তী জম্মুর সাম্বা জেলার একটি গ্রামের আকাশে চক্কর কাটতে দেখা যায় সন্দেহজনক একটি পাক ড্রোনকে। খবর পাওয়ার পরই ড্রোনটিকে খুঁজতে চিরুনি তল্লাশি শুরু করে বিএসএফ।

বর্ডার আউটপোস্টের খুব কাছে থাকায় ওই গ্রামে অতীতে অনেকবার ড্রোনের অনুপ্রবেশ ঘটেছে। বিস্ফোরক ও অস্ত্র বোঝাই ড্রোনগুলিকে সীমান্তের ওপার থেকে এপারে পাঠানো হয়। কখনও কখনও আবার মাদক দ্রব্য পাচার করা হয় ড্রোনের মাধ্যমে। এর জেরে সীমান্তে নজরদারি কড়া করেছে সীমান্তরক্ষী বাহিনী। তবে কাশ্মীরে সন্ত্রাসমূলক কার্যকলাপ জারি রাখতে ওই ড্রোনের সাহায্যে অস্ত্র ও নানা সামগ্রী পাঠিয়ে থাকে পাকিস্তান। মূলত অস্ত্র, গোলাবারুদ, অর্থ ও মাদক চোরাচালানের সহজ মাধ্যম হয়ে দাঁড়িয়েছে ড্রোন। এদিন তল্লাশি শুরুর পর ড্রোনটিকে এখনও পর্যন্ত খুঁজে পাওয়া যায়নি। পালানোর আগে ড্রোন থেকে কোনও মাদক দ্রব্য বা অস্ত্র ফেলে গিয়েছে কি না তা নিয়ে নিশ্চিত হতে এলাকায় চলছে তল্লাশি।

You might also like!