Country

1 week ago

Tahawwur Rana extradition: মুম্বই হামলার অন্যতম চক্রীকে আনা হচ্ছে ভারতে

Tahawwur Rana extradition
Tahawwur Rana extradition

 

নয়াদিল্লি, ১০ এপ্রিল : ২৬/১১ মুম্বই হামলার অন্যতম চক্রী তাহাউর রানাকে আমেরিকা থেকে আনা হচ্ছে ভারতে। বৃহস্পতিবার বিকেলে তাহাউরকে নিয়ে ভারতে নামবে বিমান, তেমনটাই জানা যাচ্ছে।

উল্লেখ্য, দীর্ঘদিন ধরে ভারত রানাকে হাতে পেতে চাইছিল। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, ২৬/১১ হামলার মূল চক্রী তাহাউর রানাকে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে ভারতে প্রত্যর্পণ মোদী সরকারের কূটনীতির একটি বড় সাফল্য।

You might also like!