Country

1 year ago

Chandigarh Case : চণ্ডীগড় বিশ্ববিদ্যালয়ে ভিডিও-কাণ্ডে ধৃত আরও এক, ৬ দিনের জন্য সমস্ত ক্লাস বন্ধের সিদ্ধান্ত

Chandigarh Case
Chandigarh Case

 

চণ্ডীগড়, ১৯ সেপ্টেম্বর : চণ্ডীগড় বিশ্ববিদ্যালয়ে ভিডিও-কাণ্ডের তদন্তে নেমে আরও এক যুবককে গ্রেফতার করল পুলিশ। এই নিয়ে বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের আপত্তিকর ভিডিও তৈরি ও তা নেটমাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগে মোট তিন জনকে গ্রেফতার করা হল। এই ঘটনায় এক জন ছাত্রী, ওই ছাত্রীর ২৩ বছর বয়সি প্রেমিক এবং অন্য এক ৩১ বছর বয়সি যুবককে গ্রেফতার করা হয়েছে।

ভিডিও-কাণ্ডে জড়িত থাকার কারণে বিশ্ববিদ্যালয়ের হোস্টেলের দুই ওয়ার্ডেনকেও বরখাস্ত করা হয়েছে। সমস্ত হোস্টেলের ওয়ার্ডেনদের বদলি করা হচ্ছে এবং হোস্টেলের সময়সূচি পরিবর্তন করা হচ্ছে বলেও জানা গিয়েছে। পাশাপাশি, চণ্ডীগড় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের তরফে ২৪ সেপ্টেম্বর পর্যন্ত সমস্ত ক্লাস সাসপেন্ড করা হয়েছে। সকল অভিযুক্তদের শাস্তির দাবিতে বিশ্ববিদ্যালয় চত্বরে পড়ুয়াদের লাগাতার প্রতিবাদের কারণেই এই সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।


You might also like!