শ্রীনগর, ২ সেপ্টেম্বর : জম্মু ও কাশ্মীরের পুলওয়ামা জেলায় পশ্চিমবঙ্গের এক শ্রমিককে গুলি করল জঙ্গিরা। গুরুতর জখম ওই শ্রমিককে হাসপাতালে ভর্তি করা হয়েছে। পশ্চিমবঙ্গের বাসিন্দা ওই শ্রমিকের নাম মুনিরুল ইসলাম। পুলিশ জানিয়েছে, মুনিরুলের অবস্থা স্থিতিশীল।
কাশ্মীর পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, শুক্রবার দক্ষিণ কাশ্মীরের পুলওয়ামা জেলার উগারগুন্ড নেওয়া এলাকায় একজন পরিযায়ী শ্রমিককে গুলি করে জঙ্গিরা। পশ্চিমবঙ্গের বাসিন্দা ওই শ্রমিককে উদ্ধার করে জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে বলে জানা গিয়েছে। হামলাকারী সন্ত্রাসীদের খোঁজে গোটা এলাকায় চিরুনি তল্লাশি চালাচ্ছে পুলিশ।