Country

9 months ago

One migrant labour died in srinagar : শ্রীনগরের নির্মীয়মান হোটেলে দুর্ঘটনায় মৃত্যু পরিযায়ী শ্রমিকের, আহত আরও একজন

One migrant labour died in srinagar
One migrant labour died in srinagar

 

শ্রীনগর, ৩ সেপ্টেম্বর : শ্রীনগরের একটি নির্মীয়মান হাসপাতালে দুর্ঘটনায় প্রাণ হারালেন একজন পরিযায়ী শ্রমিক। এই ঘটনায় আহত হয়েছেন আরও একজন। শনিবার শ্রীনগরের রাজবাগ এলাকায় একটি নির্মাণাধীন হোটেলে নির্মাণ সামগ্রী আনলোড করার সময় দুর্ঘটনাটি ঘটেছে। রাজবাগে নির্মাণ সামগ্রী আনলোড করার সময় রোহিত যাদব (২১) এবং লাড্ডু কুমার (১৯) নামে দুই শ্রমিক গুরুতর আহত হন। আহত শ্রমিকদের চিকিৎসার জন্য এসএমএইচএস হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছিল, তবে, রোহিতের মৃত্যু হয়। লাড্ডু কুমারের চিকিৎসা চলছে হাসপাতালে।

You might also like!