Country

4 days ago

Railway Police caught fake Indian notes : বঙাইগাঁওয়ে জাল ভারতীয় নোট সহ গ্রেফতার এক

Bangaigaon railway station (symbolic picture)
Bangaigaon railway station (symbolic picture)

 

বঙাইগাঁও (অসম), ৫ সেপ্টেম্বর  : বঙাইগাঁও জেলার সদরে নিউ বঙাইগাঁও রেলওয়ে স্টেশনে সরকারি রেলওয়ে পুলিশ (জিআরপি)-এর অভিযানে উদ্ধার হয়েছে ১ লক্ষ ৭৮ হাজার ৫০০ টাকার জাল নোট। জাল নোট কারবারে জড়িত অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে জিআরপি। ধৃতকে উত্তরপ্রদেশের বাসিন্দা জনৈক সাব্বির বলে পরিচয় পাওয়া গেছে। আজ বৃহস্পতিবার জিআরপি থানা কৰ্তৃপক্ষ জানিয়েছেন, বুধবার রাতে নিউ বঙাইগাঁও রেলওয়ে জংশনে জিআরপি কর্মীরা তাঁদের কর্তব্য পালন করছিলেন। সন্দেহজনক অবস্থায় সাব্বিরকে ঘোরাফেরা করতে দেখে তাকে জিজ্ঞাসাবাদ করেন জিআরপি কর্মীরা। কথাবার্তায় অসংগতি দেখে তার শরীর এবং লটবহরে তালাশি চালিয়ে ১ লক্ষ ৭৮ হাজার ৫০০ টাকার জাল নোট উদ্ধার করেন কর্মীরা। জাল নোট সহ সাব্বিরকে আটক করা হয়। তার বিরুদ্ধে অবৈধ কার্যকলাপ এবং জাল নোট পাচার সংক্রান্ত আইনের নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে জাল নোটের উৎস সম্পর্কে তদন্ত শুরু করেছে জিআরপি।

You might also like!