Country

1 week ago

Terrorist attack in Kashmir : কাশ্মীরে ফের সন্ত্রাসী হামলা, জম্মুর সেনাঘাঁটিতে জঙ্গিদের গুলিতে আহত জওয়ান

Terrorist attack in kashmir (symbolic picture)
Terrorist attack in kashmir (symbolic picture)

 

জম্মু, ২ সেপ্টেম্বর : কাশ্মীরে ফের সন্ত্রাসবাদী হামলা! এবার জম্মুর সুঞ্জওয়ান সেনাঘাঁটিতে জঙ্গিদের গুলিতে আহত হয়েছেন একজন সেনা জওয়ান। সোমবার সুঞ্জওয়ান মিলিটারি স্টেশনের বাইরে থেকে সন্ত্রাসবাদীরা গুলি চালালে এক জওয়ান আহত হন। সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, সোমবার সুঞ্জওয়ান মিলিটারি স্টেশনের বাইরে থেকে লুকিয়ে সন্ত্রাসবাদীরা গুলি চালায়, সেই গুলি লেগে এক জওয়ান আহত হয়েছেন। গুলি চালানোর পর জঙ্গিরা পালিয়ে যায়, সন্ত্রাসবাদীদের ধরতে চারিদিকে চিরুনি তল্লাশিতে নেমেছে সেনাবাহিনী।

You might also like!