নয়াদিল্লি, ৬ ডিসেম্বর : আদানি ঘুষ-কাণ্ডে শুক্রবারও সংসদ চত্বরে বিক্ষোভ প্রদর্শন করলেন কংগ্রেস-সহ বিরোধী দলের সাংসদরা। হাতে সংবিধান নিয়ে শুক্রবার সকালে সংসদ ভবন চত্বরে বিক্ষোভ প্রদর্শন করেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী, কংগ্রেস সাংসদ প্রিয়াঙ্কা গান্ধী বঢরা প্রমুখ।
এদিকে, লোকসভার অধিবেশন শুরু হলে, সংসদের নিম্নকক্ষেও আদানি ইস্যুতে বিক্ষোভ দেখান বিরোধীরা। তুমুল হইহট্টগোলের কারণে লোকসভার অধিবেশন দুপুর বারোটা পর্যন্ত মুলতুবি করে দিয়েছেন লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা।