উত্তরকাশি, ১৫ নভেম্বর: উত্তরাখণ্ডের উত্তরকাশি জেলায় নির্মাণাধীন সিল্কিয়ারা সুড়ঙ্গে চতুর্থ দিনেও ত্রাণ ও উদ্ধার কাজ চলছে। সুড়ঙ্গের ভিতরে থাকা সমস্ত শ্রমিক নিরাপদে রয়েছেন এবং তাঁদের পাইপ করে খাবার এবং অক্সিজেন সরবরাহ করা হচ্ছে। সুড়ঙ্গের ভিতরে আটকে পড়া ৪০ জন শ্রমিককে উদ্ধারের জন্য যথাসাধ্য চেষ্টা চালিয়ে যাচ্ছেন উদ্ধারকারী দলের প্রত্যেকেই। বুধবার সকালে এক এনডিআরএফ আধিকারিক বলেছেন, "উদ্ধার অভিযান চ্যালেঞ্জিং। তবে আমরা আটকে পড়া শ্রমিকদের উদ্ধারের জন্য যথাসাধ্য চেষ্টা করছি। দু'টি এনডিআরএফ টিম এখানে উপস্থিত রয়েছে। আটকে পড়া শ্রমিকরা নিরাপদে আছেন।"
গত রবিবার সকালে উত্তরকাশি জেলার ব্রহ্মকাল-যমুনোত্রী জাতীয় সড়কের উপর সিল্কিয়ারা এবং ডন্ডালহগাঁওের মধ্যে নির্মীয়মাণ সুড়ঙ্গের একাংশ ভেঙে পড়ে। এর জেরেই ওই সুড়ঙ্গের মধ্যে আটকে পড়েছেন প্রায় ৪০ জন শ্রমিক। আটকে পড়া শ্রমিকদের উদ্ধারের জন্য দিন-রাত এক করে উদ্ধারকাজ চালিয়ে যাচ্ছেন আধিকারিকরা। বুধবার সকালেও বিশেষ তৎপরতা দেখা যায়। বুধবারই হেলিকপ্টারে নিয়ে আসা হচ্ছে এক ধরনের মেশিন, যা উদ্ধারকাজে সহায়তা করবে।