নয়াদিল্লি, ২২ নভেম্বর : দিল্লিতে কালিন্দী কুঞ্জের কাছে যমুনা নদীতে ভাসছে বিষাক্ত ফেনা। সাদা ফেনায় কার্যত ঢেকে গিয়েছে নদীবক্ষ। যেন মেঘ নেমে এসেছে যমুনায়! শুক্রবার সকালে সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত একটি ভিডিও-য় দেখা গেল এমনই দৃশ্য।
বিগত বেশ কিছুদিন ধরেই যমুনার জল বিষাক্ত হয়ে উঠেছে। শুক্রবার সকালেও হেরফের হলো না যমুনার 'বিষাক্ত' জলের পরিস্থিতির। যা রীতিমতো চিন্তাজনক।