Country

1 week ago

Omar Abdullah: গান্ডেরবাল আসন রেখে দিলেন ওমর আব্দুল্লাহ, ইস্তফা দিলেন বদগাম কেন্দ্রে

Omar Abdullah
Omar Abdullah

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ-  জম্মু ও কাশ্মীর বিধানসভা নির্বাচনে দু'টি আসনে জয়লাভ করেছেন মুখ্যমন্ত্রী ওমর আব্দুল্লাহ। একটি আসন গান্ডেরবাল এবং অপরটি বদগাম কেন্দ্র। একটি আসন তাঁকে ছাড়তেই হতো, এই দুই আসনের মধ্যে গান্ডেরবাল আসন রেখে দিলেন তিনি, ইস্তফা দিয়েছেন বদগাম কেন্দ্রে। জম্মু ও কাশ্মীর বিধানসভার প্রোটেম স্পিকার মুবারক গুল এই ঘোষণা করেছেন।

প্রোটেম স্পিকার মুবারক গুল  জানিয়েছেন, গান্ডেরবাল আসন রেখে দিয়ে বদগাম আসন থেকে ইস্তফা দিয়েছেন মুখ্যমন্ত্রী ওমর আব্দুল্লাহ। উল্লেখ্য, এই দুই বিধানসভা আসনেই বিপুল ভোটের ব্যবধানে জয়ী হয়েছিলেন ওমর আব্দুল্লাহ।

You might also like!