Country

10 months ago

Uttarakhand:উত্তরাখণ্ডে সবকটি আসনেই গেরুয়া ঝড়

BJP is going to win all 5 seats in Uttarakhand
BJP is going to win all 5 seats in Uttarakhand

 

দেহরাদূন, ৪ জুন : উত্তরাখণ্ডের ৫টি আসনেই জিততে চলেছে বিজেপি। বিকেল চারটে নাগাদ প্রাপ্ত প্রবণতা অনুযায়ী, উত্তরাখণ্ডের তেহরি গাড়োয়াল, গাড়োয়াল, আলমোরা, নৈনিতাল-উধমসিং নগর ও হরিদ্বার আসনে বিজেপি অনেকটাই এগিয়ে রয়েছে।

দেবভূমি উত্তরাখণ্ডে এবার খাতা খুলতেই পারেনি কংগ্রেস তথা ইন্ডি জোট। দলের এই সাফল্যের প্রেক্ষিতে মঙ্গলবার দুপুরে দেহরাদূনে দলীয় কার্যালয়ে যান মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি। তিনি দলীয় কর্মীদের শুভেচ্ছা ও অভিনন্দন জানান।


You might also like!