Country

11 months ago

4 Dead in Tamilnadu accident: ওভারটেক করতে গিয়ে বিপত্তি! তামিলনাড়ুতে বাস ও লরির সংঘর্ষে মৃত্যু ৪ জনের

4 Dead in Tamilnadu accident
4 Dead in Tamilnadu accident

 

চেন্নাই, ১৬ মে: তামিলনাড়ুর মাদুরান্থাকামে চেন্নাই-ত্রিচি জাতীয় সড়কে ঘটে গেল মর্মান্তিক এক দুর্ঘটনা। একটি বাস ও লরির মধ্যে সংঘর্ষের ফলে ৪ জন নিহত হয়েছেন এবং ১৫ জনেরও বেশি আহত হয়েছেন। ওভারটেক করতে গিয়ে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে, এরপর লরির সঙ্গে সংঘর্ষ হয়।

বুধবার রাতে এই দুর্ঘটনাটি ঘটেছে। পাদালাম পুলিশ জানিয়েছে, যাত্রীবোঝাই একটি বাস ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে, এরপর লরির সঙ্গে সংঘর্ষ হয় ওই বাসের। দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ৪ জনের এবং ১৫ জনেরও বেশি যাত্রী আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে চেঙ্গলপাট্টু সরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়।


You might also like!