Country 5 months ago

ন্যাশনাল হেরাল্ড মামলায় ৫ কংগ্রেস নেতাকে তলব করল ইডি

National Herald Case

 

নয়াদিল্লি, ৪ অক্টোবর : ন্যাশনাল হেরাল্ড মামলায় পাঁচ কংগ্রেস নেতা জিজ্ঞাসাবাদের জন্য নোটিশ দিয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)-এর ৷ ওই পাঁচ নেতার মধ্যে আজ, মঙ্গলবার ইডির জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতে চলেছেন জে গীতা রেড্ডি, সাব্বির আলি ও পি সুদর্শন ৷ জানা গিয়েছে যে আগামী বৃহস্পতিবার আরও দুই কংগ্রেস নেতা ডি কে শিবকুমার ও তাঁর ভাই ডি কে সুরেশ হাজিরা দেবেন ইডি অফিসে ৷

অর্থ তছরূপের অভিযোগে ন্যাশনাল হেরাল্ডের বিরুদ্ধে তদন্ত করছে ইডি ৷ এই নিয়ে ইতিমধ্যে কংগ্রেসের রাহুল গান্ধীকে একাধিকবার জিজ্ঞাসাবাদ করেছে ইডি ৷ এই তদন্তকারী সংস্থার জিজ্ঞাসাবাদের মুখোমুখি হয়েছেন কংগ্রেসের অন্তর্বর্তী সভানেত্রী সোনিয়া গান্ধীও৷ এবার এই পাঁচ নেতাকে ডেকে পাঠাল ইডি ৷ তাঁদের ইয়ং ইন্ডিয়া ও ডোটেক্স সংক্রান্ত বিষয়ে প্রশ্ন করা হতে পারে বলে ইডি সূত্রে জানা গিয়েছে ৷ উল্লেখ, রাজ্যসভায় বিজেপির সাংসদ সুব্রহ্মণ্যম স্বামী ২০১২ সালের ১ নভেম্বর ন্যাশনাল হেরাল্ড নিয়ে মামলা দায়ের করেন ৷ এই মামলায় ২০১৪ সালের ২৬ জুন প্রথমবার সোনিয়া গান্ধী ও রাহুল গান্ধীকে নোটিশ দেওয়া হয় ৷ ওই বছর ১ আগস্ট ইডি এই মামলায় অর্থ তছরূপের অভিযোগ দায়ের করে ৷ ২০১৫ সালের ১৯ ডিসেম্বর এই মামলায় দিল্লির আদালত থেকে জামিন পান গান্ধীরা ৷ ২০১৬ সালে এই মামলা খারিজ করতে গান্ধীদের তরফে সুপ্রিম কোর্টে আবেদন করা হয় ৷ ২০১৯ সালে ন্যাশনাল হেরাল্ডের ৬৪ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করে ইডি ৷  

You might also like!