Country 5 months ago

নয়ডার পর এবার পুনের চাঁদনিচকের জীর্ণ সেতু ভাঙা হল ৬০০ কেজি তরল বিস্ফোরকে

one old bridge demolized in pune

 


পুনে, ২ অক্টোবর  : নয়ডার টুইন টাওয়ারের পর পুনের পুরনো সেতু ভাঙা হল। শনিবার ও রবিবারের মধ্যরাতে পুনে শহরের চাঁদনিচকে বহু জীর্ণ একটি সেতু ভেঙে ফেলার কাজ সেরে ফেলা হয়। প্রযুক্তি ও কৌশল প্রয়োগ করে নয়ডার টুইন টাওয়ার ভাঙা হয়েছিল, সেই একই কৌশলে রাতের মধ্যেই গুঁড়িয়ে ফেলা হল বহু জীর্ণ ওই সেতু।

জেলা কালেক্টর রাজেশ দেশমুখ জানিয়েছেন, ব্যস্ত চাঁদনিচক এলাকায় দিনের বেলায় এই কাজ করা সম্ভব ছিল না। তাই আগে থেকে নোটিস দিয়ে রাতে এই কাজটি করা হয়। টুইন টাওয়ারের মতোই সেতুতে আগে থেকে বিস্ফোরক লাগানো হয়েছিল। তারপর যখন তা ফাটানো হয় তখন তাসের ঘরের মতো ধসে পড়ে সেতুটি। ৫০ মিটারের এই সেতুটি ভাঙতে মাত্র ৬ সেকেন্ড সময় লেগেছে।

পুনের চাঁদনিচক এলাকা শহরের অত্যন্ত ব্যস্ত এলাকা। জেলা প্রশাসনের তরফে জানানো হয়েছে, এই সেতু ধ্বংস করতে ৬০০ কেজি তরল বিস্ফোরক ব্যবহার করা হয়েছে। সেতুর গায়ে ১৩০০ গর্ত তৈরি করে এই বিস্ফোরক তাতে ভরা হয়েছিল। সেতু থেকে ২০০ মিটার দূরে বিদ্যুৎ সংযোগের মাধ্যমে বিস্ফোরণ ঘটানো হয়।


You might also like!